Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
TENDER
Details

নির্মাণ কাজের জন্য দরপত্র বিজ্ঞপ্তি (আরএফকিউ)
ওয়ার্ড কমিটির ঠিকানা,
২নং ওয়ার্ড কমিটি, ২নং ছোটবগী ইউনিয়ন পরিষদ
উপজেলা- তালতলী জেলা- বরগুনা। দরপত্র নং-০১ তারিখঃ ০৭.০৩.২০২২খ্রি.।
ওয়ার্ড নং- ২ ইউনিয়ন- ২নং ছোটবগী ইউনিয়ন পরিষদ
উপজেলা- তালতলী জেলা-বরগুনা।

নিম্নবর্ণিত সিসি রাস্তা নির্মাণের জন্য ওয়ার্ড কমিটি/ব্যক্তি/সরবরাহকারী/ব্যবসায়ীর নিকট থেকে সিলমোহরকৃত (সংযুক্ত সিডিউল অনুযায়ী) দরপত্র আহ্বান করেছে।
প্রকল্পের নামঃ বগীর হাট জামে মসজিদ সংলগ্ন জিসি রাস্তা হইতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তা সিসি করন।

কাজের বর্ণনা বরাদ্দ
বগীর হাট জামে মসজিদ সংলগ্ন জিসি রাস্তা হইতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তা সিসি করন। ৩,২৫,৮০০/-

সিসি রাস্তা নির্মান (মাটি/ইট বিছানো/পাকা), যার মাটির কাজের পরিমান ডান কলামে দেওয়া আছে এবং আইটেমওয়ারী বর্ণনা (স্পেসিফিকেশনের জন্য সংযুক্ত সিডিউল অনুযায়ী দর জমা দিতে হবে)।

শর্তাবলীঃ
১. কাজ/নির্মানের পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও পরিমান সম্পলিত সিডিউল উপরে প্রদত্ত ঠিকানায় ওয়ার্ড কমিটির নিকট থেকে পাওয়া যাবে।
২. সিলমোহরকৃত দরপত্র অবশ্যই নিম্নোক্ত ঠিকানায় ০৬/০৪/২০২২খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে জমা দিতে হবে, দরপত্র একই জায়গায় এবং ০৭/০৪/২০২২খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় উক্ত দরপত্র জনসম্মুখে খোলা হইবে। খোলার সময় দরদাতা বা তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকতে পারবেন। দর ওপেনিং শিটে তার স্বাক্ষর করবেন।
৩. একক ও মোট মূল্য (অঙ্কে ও কথায়) টাকায় উল্লেখ করতে হবে (প্রয়োজন মোতাবেক পরিবহন ব্যয়সহ বা ব্যতিত)।
৪. দরদাতাকে অবশ্যই প্রয়োজনীয় মানসম্পন্ন এবং সম্পূর্ণ পরিমান মালামাল/দ্রব্য সামগ্রী প্রস্তাব করতে হবে। যদি একাধিক আইটেম থাকে, তাহলে সকল আইটেম সম্পূর্ণ পরিমানে প্রস্তাব করতে হবে।
৫. প্রস্তাবিত দর অবশ্যই দাখিলের শেষ দিন থেকে ১৫ (পনের) দিন পর্যন্ত বহাল থাকতে হবে।
৬. কার্যাদেশ পেলে, সরবরাহকারীকে সম্পূর্ণ কাজ কার্যাদেশের তারিখ থেকে ৩০/০৬/২০২৩ সময়ের মধ্যে সরবরাহ করতে হবে। প্রাকৃতিক অথবা নিজ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণ ব্যতিরেকে নির্ধারিত সময় থেকে কাজ সম্পাদন বিলম্বিত হলে সরবরাহের সর্বশেষ দিনের পর থেকে অসম্পাদিত কাজের মোট মূল্যের ৫% হারে চুক্তির মোট মূল্য থেকে কর্তন করা হবে।
৭. উদ্ধৃত মূল্যের এবং প্রস্তাবিত কাজের মান ও পরিমানের ভিত্তিতে দরপত্র মূল্যায়ন করা হবে। কাজের মান, পরিমান ও অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া হবে।
৮. নিম্নবর্ণিত সূচি অনুযায়ী বিল পরিশোধ করা হবে (সূচি সন্নিবেশিত করতে হবে)। কোন অবস্থাতেই কোন প্রকার অগ্রিম প্রদান করা হবেনা।
৯. কার্যাদেশ জারির সময়ে কমিটি কাজের সরবরাহের পরিমান ১৫% হ্রাস বা বৃদ্ধি করতে পারবে।
১০. দরদাতা কর্তৃক উপরে বর্ণিত শর্তবলির সাথে অসামঞ্জস্য বা বিরোধপূর্ণ কোন শর্ত আরোপ করা হলে উক্ত দরপত্র বাতিল বলে গণ্য হবে।
১১. দ্রব্য/মালামাল সরবরাহের ক্ষেত্রে সরবরাহ সম্পন্ন হওয়ার পর এক মাস এবং পূর্ত কাজের ক্ষেত্রে সম্পন্ন করার পর এক বছর পর্যন্ত চুক্তিমূল্যের ৫% ইউনিয়ন পরিষদ কর্তৃক রিটেনশন হিসাবে রেখে দেওয়া হবে। এ সময়ের মধ্যে নির্মান কাজ বা সরবরাহকৃত দ্রব্য/মালামালে কোন ত্রুটি পাওয়া না গেলে উক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

০৭/০৩/২০২২
আহ্বায়ক, ২নং ওয়ার্ড
২নং ছোটবগী ইউনিয়ন পরিষদ
অনুলিপি বিতরণঃ
১. ইউপি অফিসের নোটিশ বোর্ড।
২. উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ড।
৩. হাট-বাজার ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।
আহ্বায়ক
২নং ওয়ার্ড
২নং ছোটবগী ইউনিয়ন পরিষদ


Publish Date
30/04/2023
Archieve Date
30/04/2027